আজ আবার কিছু মিথ্যে কথা
বলার আছে
আর সকাল থেকে সন্ধ্যেবেলা
সময় আছে
হোক না জানা সব আলতু
ফালতু গল্প
না চাইলেও যা পেয়ে যাওয়া
যায় অল্প ।
যদি মেলে আবার বছর খানেক
পর
এমন দিন দুপুর আর
সন্ধ্যের অবসর
হবে পুরোনো দিনের কিছু
অনুস্মরণ
আবার ফিরে পাব সেই মিথ্যে
কথার ধরন ।
চেতন ভগত থেকে রানি
পদ্মিনি
বীর ‘খলি’ থেকে মটন
বিরিয়ানি
মোহনবাগান - ইস্টবেঙ্গল
কার পাল্লা ভারি
এই শোন না, তোর নামটা যেন
কি বললি ?
যদি বছর দশেক পর এরম ভাবে
এমন ভাট বকে বেড়াই সহজ
ভাবে
তোর ব্যস্ত দিনের ছোট্ট
একটা ফাঁকে
তুই চিনতে পারবি তো
মানুষটাকে?
No comments:
Post a Comment