এবার, রং মাখানো রাস্তা দিয়ে চলা
ক্লান্ত বুকে আলকাতরার ধোঁঁয়া
এবার মিথ্যে তামাশা নিতে চাইল ছুটি
লোক হাসানোর গল্প জানতে চাওয়া
বিকেল এখন মেজাজ ঘুড়ি অন্য আকাশ খোঁজা
সকাল আমার আগুনের রোশনাই
জোলো হাওয়া ধোঁঁয়ার আগুন ছুঁয়ে যাওয়া যায়
ছুঁওনা আমার ছিন্নমস্তার ছাই
মন ভোলানোর গল্প বুঝে রাস্তা খুঁঁজে পাওয়া
খানাখন্দ রাস্তা চলা দায়
খেয়াল খুশির আলতো তুষির আড়ালে থেকে
হাজার বছর কাটিয়ে দেওয়া যায়
এবার জ্যান্ত ফুলের গন্ধে মাতোয়ারা
কথার বুকে কঠিন কপাল ঠুকি
এখন মুখ গুঁজে থাক চোয়ালের কঠিন
বুকের খাঁঁজে সবুজ ফিতের উঁকি
শুকনো আলাপ নষ্ট গোলাপ শুধু প্রলাপ বকা
অন্য কথার জন্য গড়িমসি
ছায়াছবি মৃত কবি সংবেদনী টান
কবির মুখে কল্লোলিনির হাসি
No comments:
Post a Comment