Wednesday, September 17, 2014

আবার বছর দশেক পর



আজ আবার কিছু মিথ্যে কথা বলার আছে
আর সকাল থেকে সন্ধ্যেবেলা সময় আছে
হোক না জানা সব আলতু ফালতু গল্প
না চাইলেও যা পেয়ে যাওয়া যায় অল্প ।

যদি মেলে আবার বছর খানেক পর
এমন দিন দুপুর আর সন্ধ্যের অবসর
হবে পুরোনো দিনের কিছু অনুস্মরণ
আবার ফিরে পাব সেই মিথ্যে কথার ধরন

চেতন ভগত থেকে রানি পদ্মিনি
বীর ‘খলি’ থেকে মটন বিরিয়ানি
মোহনবাগান - ইস্টবেঙ্গল কার পাল্লা ভারি
এই শোন না, তোর নামটা যেন কি বললি ?

যদি বছর দশেক পর এরম ভাবে
এমন ভাট বকে বেড়াই সহজ ভাবে
তোর ব্যস্ত দিনের ছোট্ট একটা ফাঁকে
তুই চিনতে পারবি তো মানুষটাকে?

No comments:

Post a Comment