Wednesday, September 17, 2014



আজ জাচ্ছিস তুই চলে, bye করবো না আর তোকে
দেখা করবো না তোর সাথে
যদি বিকেলবেলা একলা থাকিস বসে
তোকে থাকতে আর জাগতে আমি বলছি না
আমার স্বপ্ন দেখা একটু বাকি আছে

আর খুঁজব না তোকে এই ব্যকুল দুই চোখে
তুই আড়ালেই থাক নিজের সাথে
আজ খেলব না খেলা ভাঙার খেলা
জানিস না আজ ঝড় উঠেছে
সামনের ওই তেপান্তরের মাঠে ?

আমি ভাবব না আর তোকে তোর লালচে check shirt-
তোকে বলব না আর খোলা চুল রাখতে
আর হাসব না তোর দিকে চেয়ে
জানিস না আজ বৃষ্টি হচ্ছে
ভিনদেশে এই মরুভূমির মাঠে ?

No comments:

Post a Comment